বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

আবাসন থেকে অভিনব সিংয়ের লাশ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ 

আবাসন থেকে অভিনব সিংয়ের লাশ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ

 

জনপ্রিয় র‍্যাপার অভিনব সিংয়ের রহস্যজনক মৃত্যু বেঙ্গালুরুতে। আবাসনের ফ্ল‍্যাট থেকেই উদ্ধার দেহ। অভিনব সিং র‍্যাপ দুনিয়ায় তিনি  ” জাগারনাট” নামে পরিচিত। ওড়িয়া র‍্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তা ও লাভ করেছিলেন। হিটগান ” কটক অ‍্যান্থেম”দিয়েই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেন অভিনব। যা কিনা গীতিকার হিসেবে তাঁকে জনপ্রিয়তা ও এনে দিয়েছিল। সম্প্রতি তাঁরই নিথর দেহ বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ‍্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হল। প্রাথমিক তদন্তে পুলিশের
অনুমান, অভিনব আত্মহত্যাই করেছেন। জানা গেছে, রবিবার (৯ ফেব্রুয়ারি ) রাতে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই রহস্যজনক মৃত্যুর ঘটনা বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিনবের পরিবারের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিককালে স্ত্রীয়ের সঙ্গে তাঁর মনোমালিন‍্য চলছিল। দাম্পত‍্য কলহের জেরেই অবসাদে ভুগছিলেন ওড়িয়া র‍্যাপার। তাঁদের অনুমান, সম্ভবত সেই কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ‍্য হয়েছেন তিনি। পুলিশ সূত্রে প্রকাশ, বেঙ্গালুরুর বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন অভিনব সিং। ময়নাতদন্তের পর তাঁর দেহ ওড়িশার বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ৩২ বছর বয়সী এই র‍্যাপার পেশায় ইঞ্জিনিয়ার ও ছিলেন। কর্মসূত্রেই বেঙ্গালুরুতে থাকতেন তিনি। সেখানকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন অভিনব সিং। জনপ্রিয় এই ওড়িয়া র‍্যাপারের পরিবার তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছে। অভিনবের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে জানানো হয়েছে, মিথ‍্যে অপবাদ দেওয়া হয়েছিল গায়ককে। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এদিকে  ” জাগারনাট” র‍্যাপারের মৃত্যুর খবরে শোকের ছায়া ওড়িয়ে বিনোদু।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn