রবিবার - ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আবার বিয়ে প্রসঙ্গে শবনম ফারিয়া বক্তব্য

আবার বিয়ে প্রসঙ্গে শবনম ফারিয়া বক্তব্য

 

 

সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক—সিনেমা দুটিতেই প্রশংসিত হয়েছে তার অভিনয়। তিনি অভিনয় করেন বেছে বেছে। গল্প সহ অভিনেতা পছন্দ না হলে কাজ করেন না ফারিয়া। অন্যদের মতো এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ রয়েছে দর্শক—ভক্তদের। শবনম ফারিয়া বিয়ে করেছিলেন, তবে সেই বিয়ে বেশিদিন টিকে নি। এ নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে। এরপর নতুন করে সম্পর্ক জড়ানো নিয়েও অনেক কথা উঠেছে। তবে সেগুলোর সত্যি না মিথ্য তা নিশ্চিত হওয়া যায়নি।
শবনম ফারিয়া কি আবারও বিয়ের পিড়িতে বসছেন? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন, এখনো অনেক অভিনেতা—অভিনেত্রী আছেন, যারা বিয়ে করেননি। তাদের এই প্রশ্নটি করুন। তাদের প্রতি বিয়ের প্রশ্নের ব্যাপারে ফোকাস দেওয়া দরকার। আমার তো একবার বিয়ে হয়েছে। অনেক নিউজ হয়েছে। অনেক আলোচনা—সমালোচনা হয়েছে। একজনকে নিয়ে এত আলোচনার দরকার নেই।
শবনম বলেন, ইন্ডাস্ট্রিতে আরও অনেকেই আছেন, যারা একবারও বিয়ে করেননি। তাদের নিয়ে নিউজ করা উচিত। আমি মনে করি বিয়েটা নিজের ওপর নির্ভর করে না। বিয়ের ব্যাপারটা ভাগ্যে লেখা থাকতে হবে। আল্লাহ কখন কারটা লিখে রেখেছেন, তা কেউ জানেন না। এটা হচ্ছে প্রথম কথা। আর ফ্যামিলির ওপরও কিছুটা ডিপেন্ড করে। ফ্যামিলি দেখতে হয়, ফ্যামিলির সঙ্গে মিলতে হয়। বিয়ে শুধু দুজন মানুষের একটা প্রসেস নয়। বিয়ে মানে হচ্ছে দুটো ফ্যামিলি একসঙ্গে হওয়া। সুতরাং ফ্যামিলি যদি ম্যাচ না করে তখন তো আর কিছু করার থাকে না।
৩৪ বছরে আমাকে ১৬ বছরের মতো লাগবে কেন?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে, যেখানে তার অভিনয় দর্শক—সমালোচকের প্রশংসা কুড়ায়। এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি তিনি ১২ বছর আগের একটি ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। পুরোনো সেই ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নিজের পুরোনো ছবি দেখলে কেমন জানি অদ্ভুত লাগে! এইটা আমি ছিলাম?’
ছবির নিচে এক নেটিজেনের মন্তব্যের জবাব দিয়ে শবনম ফারিয়া নিজের মজার ভঙ্গিতেই প্রতিক্রিয়া জানান। শাওন রয় নামে একজন মন্তব্য করেন, ‘তখন মাত্র যৌবন কাল, এখন বুড়ি কাল।’ উত্তরে শবনম বলেন, ‘সব বয়সের আলাদা সৌন্দর্য আছে, ৩৪ বয়সে আমাকে ১৬ বছরের মতো কেন লাগবে?’
তার এই বুদ্ধিদীপ্ত ও ইতিবাচক জবাব প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের কাছেও।
ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া
নাটকের অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ে এখন খুব একটা দেখা যায় না এখন তাকে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা যায়। সম্প্রতি একটি বিষয় নিয়ে ক্ষোভ ঝাড়েন এ অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিযোগ করে জানান, তার ছবি এডিট করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি লিখেন, পুনাম বাজওয়া নামে কোনো এক নারীর ছবি এডিট করে আমার মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করা হচ্ছে।
এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, ‘অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অযথা আলোচনা কিংবা সংবাদে আসা আমার খুবই অপছন্দের একটি কাজ! কিন্তু মাঝে মাঝে উপায় থাকে না! বেশ কিছুদিন ধরে একজন নারীর ছবি এডিট করে আমার মুখ বসিয়ে , কে বা কারা যেন ফেসবুকে পোস্ট করে যাচ্ছে! তারা কারা কিংবা তাদের চাওয়া কি আমার জানা নাই।বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn