রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

আবদুল্লাহ আল নোমানের ইন্তেকালে বিকেএ চট্টগ্রাম অঞ্চলের শোক

আবদুল্লাহ আল নোমানের ইন্তেকালে বিকেএ চট্টগ্রাম অঞ্চলের শোক

 

বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, আবদুল্লাহ আল নোমান ইন্তেকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি ছিলেন এক অসাধারণ দেশপ্রেমিক, আপোষহীন রাজনৈতিক নেতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন অক্লান্ত সৈনিক। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শে তিনি ছিলেন অটল এবং বাংলাদেশী জাতীয়তাবাদের বিশ্বাসে অবিচল। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন জনগণের অধিকার আদায়ের সংগ্রামে কেটেছে।

বীর চট্টলার কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আবদুল্লাহ আল নোমান সাহেবের ইন্তেকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু ও সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn