শুক্রবার - ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আবদুল্লাহপুর শাক্যমুণি বিহারের উদ্যোগে শুভ নববর্ষ উদযাপন

গত ১৪ এপ্রিল ২০২৩ইং ১লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান ফটিকছড়ি উপজেলাস্থ আবদুল্লাপুর গ্রামের উত্তর বড়–য়া পাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে আনন্দ উৎসব খুশির ও প্রাণবন্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথম পর্বে ছিলো গ্রামের সকল যুব নরনারী সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা এবং বাংলা নববর্ষে সকলের মঙ্গলার্থে শাক্যমুনি বিহারে এস ধর্মবোধী ভিক্ষুর পরিচালনায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সমেবেত বুদ্ধ বন্দানা ২য় পর্বে ধর্মী জাতীয় ও মুক্তিযোদ্ধার পতাকা উত্তোলন সহক্রিয়া ও বিভিন্ন সাজে কৌতুক, আবৃত্তি, নৃত্য ইত্যাদি পরিবেশন করা হয়। বিকেল তিনটায় প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান সৈয়দ হোসাইন আবু তৈয়ব, সহকারী পুলিশ কমিশনার বাবু কাজল কান্তি চৌধুরী, সৈয়দ বাকের, আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল আলম জুয়েল, বিশিষ্ট সমাজ সেবক এস কে সেলিম, সাংবাদিক বাবু টিপু বড়–য়া, ছাত্রনেতা বাবু টিপন বড়–য়া, পুলিশ পরিদর্শক সুরজিৎ বড়–য়া কাকন, বিশিষ্ট সমাজসেবক বাবু তাপস বড়–য়া প্রমূখ। সবশেষে অভিজিৎ বড়–য়ার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে টি টেন গ্রুপের সদস্যদের পরিবেশনায় মনমাতানো গান, কৌতুক, অভিনয় করেন বাবু অন্তর বড়–য়া, বিশিষ্ট গানের শিল্পী নিশা বড়–য়া, নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্য শিল্পী অস্মী বড়–য়া, সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি তাপস বড়–য়া মিটু সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn