সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ

আফগানিস্তানে সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দেশটির তালেবান প্রশাসন এ নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশটির অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভী আব্দুল হাকিম সারায়ে বলেন, দেশের সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে, কারণ এ দলগুলোর শরিয়াহ ভিত্তিক কোনো স্থান বা ভূমিকা নেই। এসব দলের সঙ্গে কোনো জাতীয় স্বার্থ জড়িত নয়।

জাতি তাদের পছন্দ করে না।

বিচারমন্ত্রীর এ বিবৃতি কাবুলে তার মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়।

পরে এ প্রতিবেদন তালেবান মিডিয়ায় বিবৃতি আকারে প্রকাশ করা হয়।

বিবৃতিটি প্রমাণ করে যে আফগান তালেবানরা ক্ষমতার একচেটিয়া আধিপত্য টিকিয়ে রাখতে চায়। দেশে রাজনৈতিক বহুত্বকে অনুমতি দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।

যদিও তালেবান সরকার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষেধ করেছে, তবে এটিকে এ বিষয়ে প্রথম সরকারি বিবৃতি হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে।

দেশটির সরকারি রেকর্ড অনুসারে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে তালেবান ক্ষমতাচ্যুত করে ২০২১ সালের আগস্টে। দেশটিতে কমপক্ষে ৭৩টি নিবন্ধিত রাজনৈতিক দল ছিল।

দেশটির চরমপন্থী গোষ্ঠীর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার এটিই প্রথম ঘটনা নয়। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn