
আন্তর্জাতিক মানের দেশীয় ব্রান্ড শপিংজোন বিডি এখন চট্টগ্রাম নগরীতে যাত্রা শুরু করেছে।
শুক্রবার (১৮ আগষ্ট) বিকাল ৩ টায় চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী জিইসি মোড়স্থ এরিয়েল লিজেন্ড’র নিচতলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর শুভ উদ্ভোধন করা হয়। ফিতা কেটে শপিংজোন বিডি উদ্ভোধন করেন শপিংজোন বিডির সিইও এবং বিশিষ্ট ব্যবসায়ী তানজিনা ইসলাম সর্মী’র পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস খান। পরে উপস্থিত সকল অতিথিকে নিয়ে শপিংজোন বিডি লোগো সম্বলিত কেক কাটা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন শপিংজোন বিডি’র ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন রুবেল, শপিংজোন বিডির প্রতিষ্ঠাতা ও সিইও তানজিনা ইসিলাম সর্মী, নারী উদ্যোক্তা সামমিস এর সিইও শারমিন সাম্মী। ইবিডি বাজারের চেয়ারম্যান এয়াকুব বাদশা ও ডাইরেক্টর মোহাম্মদ উল্লাহ, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আজিজ, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান তালুকদার, আন্তর্জাতিক বিউটি এডভাইজার মাসুদ রানা, মোহাম্মদ মহিউদ্দিন , শহীদুল ইসলাম, তাজুল ইসলাম ও গণ্যমান্য আরো অনেকে।
শপিংজোন বিডির প্রতিষ্ঠাতা ও সিইও তানজিনা ইসিলাম সর্মী বলেন, চট্টগ্রাম ছাড়াও সারা দেশে আমাদের আরো ৪টি শপিংজোন সুনামের সাথে নিয়মিত ব্যবসা পরিচালনা করে আসছি। অলনলাই ছাড়াও কম মূল্যে মানুষের হাতের নাগালে নিত্যনতুন পোশাক সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা চট্টগ্রামে প্রথম শপিংজোন বিডি চালু করছি। সবাই আমাদের শোরুমে আসবেন এবং আমাদের দেশীয় পণ্য কিনে উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহিত করবেন বলে প্রত্যাশা রাখি। শপিংজোন বিডি তে পাওয়া যাবে শাড়ী, থ্রি-পিস, গাউন, বোরকা, হিজাব, জেন্টস গেঞ্জি এবং প্যান্ট, পাঞ্জাবী, শিশুদের সকল আইটেম, কসমেটিকস পণ্য অনলাইনে এবং অফলাইনে পাওয়া যাবে।