আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে
বরিশাল এ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়।
১০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় মোঃ শাহআলম খান এর সভাপতিত্বে নগরীর রিপোটার্স ইউনিটির সভাকক্ষে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এ আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিও ভাস্কুলার ও থোরাসিক সার্জন মানবিক ডাক্তার এ.কে চৌধুরী (অপূর্ব)।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নওরোজ হিরা, সহ-সাংগঠনিক সচিব অধ্যাপক জাকির জমাদ্দার।
উপস্থিত ছিলেন মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থার বরিশাল জেলা শাখার সদস্যবৃন্দ।
ডাক্তার এ.কে চৌধুরী (অপূর্ব) বলেন: আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিবস উপলক্ষে মানব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করছে তাদেরই একটা মানবাধিকার সাংবাদিক সাংবাদিক কল্যান সংস্থা। আমি আশাবাদী তাদের এই কার্যক্রম আরো বৃদ্ধি এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আরো দুর এগিয়ে যাক।
নওরোজ হিরা বলেন, আজকের এই অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হলো মানবাধিকারের সকল সংস্থা গুলো যাতে আরো কাজ করতে পারে এবং সৎ ভাবে কাজ করতে পারে।