
আন্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের পবিত্র শবে মেরাজ মাহফিল সোমবার
আনৃজুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের আয়োজনে নগরের চকবাজারের জয়নগরস্হ বাগদাদীয়া খানকাহ শরীফে আগামীকাল ২৭ জানুয়ারি সোমবার বাদে মাগরিব পবিত্র শবে মেরাজ উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে দরুদে মোকাদ্দাস, খতমে বুখারী, দোয়া, মিলাদ মাহফিল, মিলাদ কেয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে পীরে তরিক্বত আল্লামা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি ( ম জি আ) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Post Views: ৩৬