রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

আনোয়ারায় আনন্দারাম বিহারের উপাসক প্রদীপ বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

আনোয়ারায় আনন্দারাম বিহারের উপাসক প্রদীপ বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

 

আনোয়ারা উপজেলাধীন ৯ নং পরৈকোড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, তালসরা গ্রাম – তালুকদার পরিবারের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ হিতৈষী ও তালসরা আনন্দারাম বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত প্রদীপ বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদানে গত ৬ ডিসেম্বর বুধবার নিজ গ্রামের বাড়ি’র আনন্দারাম বিহার প্রাঙ্গণে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতীস্বজনের উপস্থিতিতে অনিত্য সভা সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন উপ – সংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাস্থবির।
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সদ্ধর্মকোবিদ এস. লোকজিত মহাস্থবির। মূখ‍্য আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুদ্ধ পন্ডিত, লেখক, গবেষক, প্রবন্ধকার, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাথেরো।
উদ্বোধনী বক্তব্য রাখেন সৌম‍্যসারথি শাসনমিত্র মহাস্থবির।
আরো বক্তব্য রাখেন জ্যৈষ্ঠপুরার জিনানন্দ মহাস্থবির, বাথুয়া’র শীলভদ্র মহাথেরো, জামিজুরীর শীলরক্ষিত মহাস্থবির, বাঁশখালীর রাহুলপ্রিয় মহাথেরো, রাঙ্গুনিয়ার সুমঙ্গল মহাথোরো, ঢেমশার শীলানন্দ মহাথেরো, দীপংকর মহাথেরো, রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ির নন্দশ্রী স্থবির, নজরটিলার সত্যনন্দ থেরো, সাতবাড়িয়ার ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরো, সুমনশ্রী থেরো, সুন্দরী বোধিমিত্র থেরো, রতনানন্দ থেরো, তালসরা আনন্দারাম বিহারের অধ্যক্ষ জিনরতন মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি থেরো, জয়সেন থেরো, শুভানন্দ মহাস্থবির, বোধিরতন মহাথেরোসহ আরো মহান প্রাজ্ঞ পূজনীয় শতাধিক ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

 

 


শ্রদ্ধা নিবেদন করেন মানস বড়ুয়া মানু, পিযুষ বড়ুয়া, জয়বাবু বড়ুয়া রাজু .সুনিল বড়ুয়া, কল‍্যাণ বড়ুয়া বড়িয়া, জয়শোক বড়ুয়া বাথুয়া, প্রমতোষ বড়ুয়া, আকাশ বড়ুয়া বাবুন , সঞ্জু বড়ুয়া, অরুন বড়ুয়া দেবু, মৃদুল বড়ুয়া, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া, ভুপতি রঞ্জন বড়ুয়া, চন্দন বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, ৯ নং পড়ৈকোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল, শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া।
পারিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াত প্রদীপ বড়ুয়া প্রথম পুত্র আমেরিকা প্রবাসী রূপম বড়ুয়া।
অনিত্য সভার সঞ্চালনায় ছিলেন
অরূপ বড়ুয়া রিকু।
অনিত্য সভা শেষে গ্রাম পদক্ষিণ করে গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
উপস্থিত মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতী স্বজনকে আগামী ৯ ডিসেম্বর শনিবার দুপুরে প্রয়াত প্রদীপ বড়ুয়া পারলৌকিক সদ্গতি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পূণ্যদান ও মধ্যাহ্ন ভোজনের আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn