রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ২ জুন ২০২৩ইং শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায়, বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী “কমিউনিটি ক্লিনিক” জাতিসংঘ কর্তৃক মডেল, “দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ” হিসেবে স্বীকৃতি দেওয়ায়, গ্রামীন ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় নিয়োজিত কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি দের দীর্ঘ ১২বছর ধরে নিরন্তন সেবা দানে আন্তর্জাতিক ভাবে সফলতা অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে সকল সিএইচসিপিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী বের করা হয়। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে র‌্যালী আরম্ভ হয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন অফিস পর্যন্ত গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তী সকাল ১১ঘটিকায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সম্মানিত তত্বাবধায়ক ডাঃ সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ নুরুল হায়দায়। সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ সভাপতি মোঃ নঈম উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক জরিপ হোসেন আপন। অনুষ্ঠান সফল করার জন্য চট্টগ্রাম বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ সহ সকল সিএইচসিপি ভাই-বোনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn