সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

আদিবাসী ছাত্র-জনতা ওপর হামলার নিন্দা সিপিবির

আদিবাসী ছাত্র-জনতা ওপর হামলার নিন্দা সিপিবির

রাজধানী ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কমিউনিস্ট পার্টির নেতারা।

বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি কমরেড অশোক সাহা ও কমরেড মো. জাহাঙ্গীর গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, ঢাকার মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের সংগঠনের হামলায় আদিবাসী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করেছে। তারা সক্রিয় ভূমিকা পালন করলে এ ধরনের ন্যক্কারজনক হামলা হতো না।’

বিবৃতিতে নেতারা আরও বলেন, মিছিল কিংবা সমাবেশে হামলা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। আদিবাসীদের ন্যায্য আন্দোলনে ন্যাক্কারজনক হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সরকার এই হামলার দায় এড়াতে পারে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn