শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

আদালতের নির্দেশে মায়ের কোলে ফিরল শিশু

আদালতের নির্দেশে মায়ের কোলে ফিরল শিশু

 

ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্যাট আদালতে আবেদনের প্রেক্ষিতে পাঁচ দিন পর শিশু রাকিবুল কে
উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারী ) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে শিশুর মা নারগিস আক্তারের কোলে ফিরিয়ে দেওয়া হয় তার চার মাসের সন্তানকে। এর আগে পাঁচ দিন ধরে শিশুটি সজিব মিয়া ও খুদেজা বেগম নামে নারগিস আক্তারের স্বামী ও শাশুড়ির কাছে আটক ছিল।
সোমবার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম।
শিশুটির মা ও আবেদনকারী নারগিস আক্তার বলেন,
যৌতুকের জন্য তাঁর স্বামী ও শাশুড়ি তাঁকে প্রায়ই গালাগালি সহ শারিরিক ও মানসিক নির্যাতন করে।
যৌতুকের টাকা টাকা না দেওয়াতে তাঁকে মারপিট করে ৪ মাসের শিশু সন্তানকে আটক রেখে এক কাপড়ে শশ্বড়ালয় থেকে বের করে দেয়।এমতবস্থায় সে বাপের বাড়ি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামে আশ্রয় গ্রহণ করে। সেই থেকে গত পাঁচ দিন যাবত শিশুটি মায়ের দুধ পান করতে পারে নাই।
এতে করে তাঁর মারাত্মক ক্ষতি হতে পারে ভেবে সন্তানকে নিজের কোলে ফিরে পেতে আদালতের শরণাপন্ন হয় নারগিস।

শিশুটির দাদা মাসুক মিয়া বলেন, আমার নাতি এ কয়েকদিন আমাদের কাছে ছিল,তাঁর প্রতি যত্ন আদরের কোন কমতি ছিলোনা।

জানা যায়, গত বুধবার (৮ জানুয়ারী) দুপুর ১ টার দিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর পালা পুকুর পাড় এলাকা শ্বশুরবাড়ি থেকে নারগিস আক্তার কে
বের করে দেওয়ার পর থেকে পাঁচদিন যাবৎ শিশুটি মাতৃকোল ও মাতৃদুগ্ধ হতে বঞ্চিত।

এ ঘটনায় গত ০৯/০১/২০২৫ ইং তারিখে আদালতে শিশু সন্তানকে ফিরে পেতে আবেদন করে শিশুটির মা নারগিস। পরে বিজ্ঞ আদালতের পি মামলা নং-৫৭/২৫ এর সার্চ ওয়ারেন্ট মূলে নাসিরনগর থানার এস আই মো. নূরে আলম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচদিন পর বাবার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn