
আতঙ্ক নয় সম্ভাব্য দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকুন : বিশেষ সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম
ফেনী জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে ২৯ শে মে ফেনী জেলা দূর্যোগ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেচ্চাসেবক,সেনাবাহিনী,স্হানীয় জনগণ সকলকে নিয়ে সম্ভাব্য দূর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্ততির কথা জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন আতঙ্ক নয়,প্রস্ততিই আমাদের বড় অস্ত্র। সভায় সম্ভাব্য ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কার আগাম প্রস্ততির অংশ হিসেবে দুর্বল বাঁধ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ,শুকনো খাবারের ব্যবস্থা রাখা,মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ,সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি,জেনারেটর,ব্যাটারি, রেডিওসহ যন্ত্রপাতি অক্ষত রাখার ব্যবস্থাগ্রহণ,পানি উন্নয়ন বোর্ড ও ফেনী জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খোলা এবং উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী,ফায়ার সার্ভিস,রোভার স্কাউটস,রেড ক্রিসেন্ট,সিপিবিসহ স্বেচ্ছাসেবকদের প্রস্তত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান,৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এটি যদি হয়,তাহলে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের ঝুঁকি বাড়বে।ফুলগাজী ও পরশুরামে মুহুরী-কহুয়া-সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সম্ভাব্য ভাঙন প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে মেরামত ও প্রতিরোধমূলক কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা,রেড ক্রিসেন্ট ও অন্যান্য স্বেচ্ছাসেবক দলের প্রস্ততির তদারকির কথা জানান তিনি।জেলা প্রশাসক সাইফুল ইসলাম আরও বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয়ভাবে রেড ক্রিসেন্ট, সিপিবি ও স্বেচ্ছাসেবীদের প্রস্তত রাখা হবে।যাতে একযোগে দুর্যোগ মোকাবেলা সম্ভব হয়।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরি তহবিল থেকে তাৎক্ষণিক সহায়তা এনে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। একই সঙ্গে প্রতিটি উপজেলাতে জরুরি তহবিল গঠন করে রাখা হচ্ছে,যাতে যেকোনো মুহূর্তে তা কাজে লাগানো যায়।বিশেষ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোশারফ হোসেন,বাংলাদেশ সেনাবাহিনী ফেনী ক্যাম্পের ইনচার্জ মেজর আরেফীন শাকিল,সিভিল সার্জন ডা.রুবাইয়াত বিন করিম,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন,অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুল ইসলামসহ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভাগের দপ্তর প্রধানগণ,স্থানীয় রাজনীতিক ব্যাক্তিবর্গ,শিক্ষকগণ, এনজিও প্রতিনিধি,সিপিবি,রেডক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।