শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আটঘরিয়ায় নাম্বার বিহীন ইট দিয়ে চলছে রাস্তার কাজ :  অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় নাম্বার বিহীন ইট দিয়ে চলছে রাস্তার কাজ :  অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এল জি ই ডি) এর অর্থায়নে পাবনার আটঘরিয়া উপজেলা লক্ষীপুর ইউনিয়ন ইসলামপুর থেকে বালুঘাটা ( ১৮০০ মিটার) ১.৮ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান অনুকুলে কাজ নেওয়া সাব কন্টাক্টর ঠিকাদার মোঃ সিরাজুল ইসলাম কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড নাই, নির্মাণ কাজে অত্যন্ত নিম্ন মানের নাম্বার বিহীন ইট ও পঁচা খুয়া, পুরামাটি দিয়ে চলছে ইসলামপুর – বালুঘাট রাস্তার কাজ। এলাকা বাসীর অভিযোগ এখানে রাস্তার পুরাতন ইট চাষ দিয়ে তুলে ওই ইট দিয়েই ডলনা দিয়ে চলে গেছে কেশবপুর ব্রীজ থেকে বালুঘাটা পর্যন্ত এই ভাবে কাজ করেছে। আর কেশবপুর ব্রীজ থেকে ইসলাম পর্যন্ত পঁচা পোড়ামাটি দিয়ে কাজ করছে। এই কাজে সন্তুষ্ট না এলাকাবাসী ও এলাকাবাসীর দাবি কাজ সুষ্ঠুভাবে না হলে মানববন্ধন সহ আরো কর্মসূচি দিতে বাধ্য হব।
এ বিষয়ে মুঠোফোনে ঠিকাদার সিরাজুল ইসলাম এর জানতে চাইলে তিনি বলেন কাজ ঠিক মত হচ্ছে কোনো অনিয়ম দূর্নীতি নাই।কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে এবং কত টাকা বরাদ্দ সেটাও বলেননি তিনি বলেছেন অন্য একটা প্রতিষ্ঠানের কাজ আমি সাব কন্টাক্ট নিয়েছি।
এ বিষয়ে মুঠোফোনে আটঘরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ বাকী বিল্লাহ কাছে জানতে চাইলে, তিনি বলেন অভিযোগ দেন ব্যবস্থা নিবো। এতে বোঝা যায় সব জায়গায় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেই অনিয়ম দূর্নীতি করছে এই সাব কন্টাক্টর সিরাজুল। মুঠোফোনে সিরাজুল ইসলাম এর ম্যানেজার ফোন দিয়ে লাউড স্পিকারে কথা বলছিলো সাংবাদিক আইছে ভংচং বুঝ দিয়ে তারিয়ে দেও। এতেই বোঝা যায় কেমন দুর্নীতির কাজ করছে প্রশাসন নিরব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn