
আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও
শেরে খোদা হযরত আলী (রা:) এর ফাতেহা শরীফ উদযাপন করা হয়েছে।
গত ১৩ এপ্রিল চকবাজারস্থ আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের খানকাহ শরীফে পীরে তরিকত্ব শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানির সভাপতিত্বে সম্পন্ন হয়।
মোহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোনা রাখেন শাহজাদা সৈয়দ মাঈনুদ্দীন সানজেরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠক ও সাংবাদিক স ম জিয়াউর রহমান,মাওলানা নিয়াজ মাখদুম ফারুকী, গোলাম রব্বানী ও সাজ্জাদ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা মাহে রমজানের বিভিন্ন তাৎপর্য তোলে ধরেন। বক্তরা হযরত আলী (রা:) এর জীবন আদর্শ অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তায়ালার নৈকট্য লাভে আহ্বান জানান।
Post Views: ৫৬