শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের আয়োজনে ইছালে ছাওয়াব মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের আয়োজনে
ইছালে ছাওয়াব মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আহলে সুন্নত ওয়াল জামাত ও সুন্নী তরিকা ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের আয়োজনে আগামী ২১ ফেব্রুয়ারি, শুক্রবার, বাদে আছর থেকে রাতব্যাপী ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাট পূর্ব ফরহাদাবাদ আমান শাহ বাড়িতে আজিমুশশান ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল (এমএ) মাদ্রাসার প্রধান মুফাসসির, বাংলাদেশের খ্যাতিমান মুফাসসিরে কোরআন হযরতুলহাজ্ব আল্লামা গাজী শফিউল আলম নেজামী (ম.জি.আ)। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল (এমএ) মাদ্রাসার আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আরবি প্রভাষক হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আসিফ সাইফুদ্দিন চৌধুরী, মাওলানা মুফতি নিয়াজ মাখদুম ফারুকী, নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জানে আলম, আমান শাহ বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোতাহের হোসেন।
আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও রওজায়ে রাসুলুল্লাহ (দ)’র সাবেক খাদেম পীরে ত্বরিকত শাহ মুহাম্মদ আবদুল হালিম আল-মাদানী (ম.জি.আ)’র সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন নাজির পৌরসভা ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সোলায়মান, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মুহাম্মদ শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মুহাম্মদ ইছহাক, সাংবাদিক মুহাম্মদ জাহিদুল ইসলাম পাটোয়ারী ও চট্টল ভয়েস ও খবর-বাংলা২৪’র উপদেষ্টা স ম জিয়াউর রহমান।
এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল ৩ ফেব্রুয়ারি, বাদে মাগরিব, নগরের চকবাজার জয়নগরস্থ আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের প্রধান কার্যালয়ে পীরে ত্বরিকত শাহ মুহাম্মদ আবদুল হালিম আল-মাদানী (ম.জি.আ)’র সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবদুল হাই শাহ, হাফেজ মো. লেয়াকত আলী, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ জাকির হোসাইন, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ গবি, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ লোকমান প্রমুখ। সভায় বক্তারা আগামী ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বার্ষিক আজিমুশশান ইছালে ছাওয়াব মাহফিলের আয়োজন সফল করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। তারা বলেন, সুন্নী জনতার বিপুল সমাগমের মধ্য দিয়ে প্রতিবছর যেভাবে মাহফিল হয়, এবার অন্যান্য বারের চেয়েও বিপুল সংখ্যক সুন্নী জনতাকে মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আজিমুশশান ইছালে ছাওয়াব মাহফিলকে সফল করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn