আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের দুদিনব্যাপী মাহফিল শুক্রবার ও শনিবার
চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী ধর্মীয় ও তরিক্বত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্স ও বাগদাদীয়া খানকাহ শরীফের দুদিনব্যাপী মাহফিল আজ ও কাল অনুষ্ঠিত হবে।
মাহফিলের ১ম দিন আগামীকাল ১৩ ডিসেম্বর শুক্রবার বাদে মাগরিব নগরের চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকার বাগদাদীয়া খানকাহ শরীফে এবং আগামী ১৪ ডিসেম্বর শনিবার বাদে মাগরিব নগরের চকবাজারের জয়নগর এলাকার বাগদাদীয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী মাহফিলের আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে ছয় শরীফ, গেয়ারবী শরীফ, বারবী শরীফ, ওয়াজ মাহফিল, মিলাদ, কেয়াম, দোয়া ও মোনাজাত এবং তবররক বিতরণ।
উক্ত দুদিনব্যাপী মাহফিলে বাগদাদীয়া খানকাহ শরীফের সংশ্লিষ্ট সকলকে এবং সকল সুন্নী মুসলিম জনতাকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি ( ম: জি: আ:)।