শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

আজ সবিন চন্দ্র মুন্ডা’র ৩য় মৃত্যুবার্ষিকী

আজ সবিন চন্দ্র মুন্ডা’র ৩য় মৃত্যুবার্ষিকী

 

বাংলাদেশের আদিবাসী অধিকার আন্দোলনের এক পথিকৃত ও ত্যাগী আদিবাসী নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রয়াত সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা’র আজ ৩য় মৃত্যুবার্ষিকী।

তিনি গত ৫ ফেব্রুয়ারি ২০২২, বিকাল সাড়ে ৪ টার দিকে নওগাঁর মহাদেবপুর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ করে অসুস্থ হয় পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবিন চন্দ্র মুন্ডা মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাঁলনা গ্রামের মৃত কৃষ্ট পাহানের ছেলে। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ছোট ভাই ও রাজনৈতিক জীবনে অসংখ্য অনুসারী রেখে যান।

সারা দেশে বিশেষ করে সমতলের আদিবাসীরা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সবিন চন্দ্র মুন্ডা’র মৃত্যু বার্ষিকী পালন করে থাকে। উল্লেখ্য, সবিন চন্দ্র মুন্ডা’র দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে আদিবাসীসহ নিপীড়িত বঞ্চিত অধিকারহীন মানুষের জন্য কাজ করে গেছেন। সর্বদা হাস্যজ্জ্বল সবিন মুন্ডা জীবন দশার সর্বশেষ জাতীয় আদিবাসী পরিষদের সম্মেলনে নিরঙ্কুশভাবে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এরপর থেকে রাজধানী ঢাকাসহ উত্তরবঙ্গের প্রায় সকল জেলায় আদিবাসী আন্দোলনে শামিল হয়েছিলেন। তার মৃত্যুর মাস কয়েক আগেও হাত ভাঙ্গা অবস্থায়ও তিনি সাহেবগঞ্জ-বাগদা ফার্মের আদিবাসী-বাঙ্গালিদের ভূমি অধিকারের আন্দোলনে সশরীরে থেকে সংহতি জানিয়েছিলেন। তার নিজ জেলা নওগাঁয় আদিবাসীদের যে কোন ধরনের বিপদে আপদে সবসময় তিনি ছুটে যেতেন এবং নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন।

তার রাজনৈতিক জীবনের পুরো সময় ধরেই সমগ্র বাংলাদেশের আদিবাসী মানুষের প্রাণের দাবি আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন সহ জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন দাবিতে লড়াই সংগ্রাম করে গেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn