শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

আগুনে গরমে নাজেহাল শহরবাসী! আখের রস পান করে স্বস্তি

আগুনে গরমে নাজেহাল শহরবাসী! আখের রস পান করে স্বস্তি

 

এতদিন গরমের কারণে বাইরে রেহাই মিল ছিল না এবার ঘরেও স্বস্তি নেই। তীব্র তাপদাহের কারণে ওস্তাগত প্রাণ। আজ যেন গরমের সীমা আরো বেড়ে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা অন্তত 36° দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিলিগুড়ির তাপমাত্রা। গরমের কারণে নাজেহাল অবস্থা, আখের রস ,ডাবের জল , শরবত খেয়ে কিছুটা স্বস্তির সন্ধানে শহরের মানুষ। আখের রস শরীরের পক্ষে খুবই উপকারী। আখের রস শরীর ঠান্ডা রাখে। প্রচন্ড গরমের মধ্যে সবথেকে কার্যকরী। আখের রস ব্যবসায়ীরা জানিয়েছেন গরমের কারণে বিক্রি বেড়েছে। গ্লাস প্রতিদান ৩০ টাকা থেকে শুরু। গরমের থেকে বাঁচতে অনেকেই আখের রস পান করবার মাধ্যমে তৃষ্ণা মিটাচ্ছেন। সকাল থেকেই বিক্রি হচ্ছে, সন্ধের সময় বিক্রি টা আরো বাড়ছে এমনই জানিয়েছেন এক ব্যবসায়ী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn