রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

আগামী ৩ জানুয়ারি শুক্রবার মাইজভাণ্ডারী একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতা

আগামী ৩ জানুয়ারি শুক্রবার মাইজভাণ্ডারী একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্ম সাধক ও ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রর্বতক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম উরস শরিফ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে ১০দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির ব্যবস্থাপনায় “সপ্তদশ শিশু-কিশোর সমাবেশ” এর সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ০৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টায় নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ (বালক) বিদ্যালয়, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান।
উক্ত প্রতিযোগিতায় ক্বিরাত, হাম্দ/না’ত, কবিতা/ছড়া, মাইজভাণ্ডারী সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশাত্ববোধক সংগীত, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও ঝঢ়বষষরহম ইবব সহ বিভিন্ন বিষয়ে প্রায় পাঁচ সহস্রাধিক শিশু-কিশোর রেজিস্টেশন করেছেন।
যারা উক্ত প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশন করেছেন তাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn