সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আগামী ২৩ শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর সাংবাদিক সম্মেলন করলেন

আগামী ২৩ শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর সাংবাদিক সম্মেলন করলেন

 

আজ একুশে মে বুধবার ঠিক বিকেল পাঁচটায় ,কলকাতা প্রেস ক্লাবের মেন অডিটোরিয়ামে, বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল ডিরেক্টর নুপুর রায় ও প্রীতম সরকারের পরিচালনায় এবং ডক্টর রাজীব শীল পেট্রন বিএসএফ ২৫ এর উদ্যোগে, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর সাংবাদিক বৈঠক করলেন। এই ফিল্ম ফেস্টিভ্যাল ২৩শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত চলবে, শুরু হবে প্রতিদিন বিকেল চারটা থেকে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে।

আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ফিল্ম ডিরেক্টর কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী দেবলীনা দত্ত, ফিল্ম প্রডিউসার দেবাশীষ বসু, চিফ পেট্রন বিএসএফ এফ ড: রাজীব শীল, অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, অভিনেত্রী পিংকি ব্যানার্জি, অভিনেতা শায়ক চক্রবর্তী, সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।

আজকে এই সাংবাদিক সম্মেলনে, চলচ্চিত্র জগতের দুই অগ্রণী ব্যক্তিত্ব দেবকী কুমার বসু ও হীরালাল সেন এবং অভিনেতা মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে এবং তাদের একটি পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন শুরু হয়।

এই ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান উদ্দেশ্য, নবযুগের সিনেমার চেতনা বাড়িয়ে তোলা, নতুন কণ্ঠস্বর ও নতুন দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ডিরেক্টর , গল্পকার তাদের অল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করবেন।। তাহাদেরই 50 টি ছবি এই ফিল্ম ফেস্টিভ্যাল তিনদিনে দেখানো হবে। তবে এই ফিল্ম ফেস্টিভ্যালের ছবি বিভিন্ন দৈর্ঘ্যের রয়েছে, তাহার মধ্যে বেশিরভাগ ৩৫ মিনিট দৈর্ঘ্যের ছবি রয়েছে, এই সকল তরুণ চলচ্চিত্র নির্মাতা ,গল্পকার এবং সৃজনশীল শিল্পীদের কাজ বৃহত্তর দর্শকদের সাথে ভাগ করে নেওয়া জন্য প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।, আগামী দিনে যাতে আরো কিছু ছবিতে কাজ করতে পারেন।। এটাই আমাদের লক্ষ্য।

এই ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি চলচ্চিত্রকে, বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে বিচারকদের বিচারে এবং তাদের হাতে দেবকী কুমার বসুর স্মৃতি পুরস্কার দেওয়া হবে, এবং নগদ পুরস্কারও রয়েছে।, ২৫ হাজার, ১৫ হাজার ,১০ হাজার।

এই ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং প্রযুক্তি বিদদের সিনেমা মাস্টার ক্লাশ।

ভারতীয় স্বাধীন সিনেমার ভবিষ্যৎ নিয়ে ইন্টারভেকটিভ সেমিনার।

থাকছে দেব কুমার স্মৃতি পুরস্কার, বিজয়ী চলচ্চিত্র উদযাপন এবং উদীয়মান প্রতিভা।

এই চলচ্চিত্র উৎসবে সবার দেখার সুযোগ থাকছে, কোনরকম টিকিট লাগছে না, সবাইকেই আশার আহ্বান জানিয়েছেন, তাহার সাথে সাথে সমস্ত প্রেস বন্ধুদের।

চলচ্চিত্র উৎসব সম্বন্ধে বলতে গিয়ে , ডিরেক্টর কৌশিক গাঙ্গুলী ও অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, এরকম একটি নতুন উদ্যোগকে স্বাগত জানাই।, নুপুর রায় ও প্রীতম সরকারের উদ্যোগকে। তাহারা যে চিন্তা ভাবনা করে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন, নতুন প্রজন্মের ডিরেক্টর দের ছবি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, আগামী দিনে যাতে এই ধরনের নতুন পরিচালক, শিল্পীরা এগিয়ে যেতে পারে তাহার প্রচেষ্টা করছেন, নিশ্চয়ই আগামী দিনে আরো বহু ছবি সাধারণ দর্শকরা দেখতে পাবেন , এবারে 50 টি ছবি নিয়ে ফ্লিম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, আগামী দিনে হয়তো দেখা যাবে একশোরও বেশি ছবি ফিল্ম ফেস্টিভ্যালে সুযোগ পাচ্ছে। সবাই এইভাবে উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং পাশে থাকুন। এবারে স্টুডেন্টরাও ফ্লিম ফেস্টিভ্যালে সুযোগ পেয়েছেন ।

রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা, পশ্চিমবঙ্গ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn