আগামী ১ বছরের মধ্যে অত্র এলাকার চাহিদা মোতাবেক পানি সরবরাহ নিশ্চিত করা হবে: মহিউদ্দিন বাচ্চু এমপি
চট্টগ্রাম -১০ আসনের সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মহিউদ্দীন বাচ্চু বলেন, আমি অত্র এলাকারী সন্তান, অত্র এলাকায় আমার শিশুকাল থেকে বেড়ে ওঠা ও আল্লাহর অশেষ কৃপায় অল্প সময়ের জন্য আপনাদের সেবক হওয়ার জন্য কবুল করেছেন। স্বল্প সময়ে হয়ত আমি অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমি করতে পারিনি, তবে দক্ষিণ খুলশী এলাকার ওয়াসার পানির হাহাকার দীর্ঘদিনের তাই, এই অল্প সময়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এম ফয়েজুল্লাহ আন্তরিকতায় দক্ষিণ খুলশীতে ওয়াসার ওয়াটার রির্জাভার ও পাম্প হাউজের স্থান নির্ধারণ করতে পেরেছি। ইনশাআল্লাহ আগামী ৬ মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু করে ১ বছরের মধ্যে অত্র এলাকার চাহিদা, মোতাবেক পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ওয়াসা কর্তৃপক্ষ কাজ করবে।
আজ ৮ ডিসেম্বর দক্ষিণ খুলশী আবাসিক এলাকা জামে মসজিদ জুমার নামাজ পূর্ববর্তী সভায় মুসল্লীদের উদ্দেশ্যে এ কথা বলেন এবং আগামী নির্বাচনে উন্নয়নের সরকার মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ নির্বাচনে আমাকে আবারও আপনাদের সেবা করার জন্য মনোনীত করেছেন তার জন্য আমি যেন আপনাদের সেবা করতে পারি সেই জন্য দোয়া কামনা করেছেন।
এসময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ.ফয়েজুল্লাহ বলেন দক্ষিণ খুলশীটি উচুঁ-নিচু পাহাড়ী এলাকা সওয়ায় বিগত দিনে পানি সরবরাহ মাঝে মাঝে বিঘœ ঘরে ইনশাহআল্লাহ জাইকার প্রকল্প পুরো পুরি বাস্তবায়ন হলে আগামীতে এই সংকট আর দেখা দিবে না বলে আশাবাদ ব্যক্ত করেন। জুমা পরবর্তী শেষে এলাকাবাসী সহ ওয়াসার ওয়াটার রির্জাভার ও পাম্প হাউজের স্থান পরিদর্শন করেন এসময় এলাকাবাসী সংসদ সদস্য ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এম.ফয়েজুল্লাহ কে খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৩নং পাহাতলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন হিরণের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, দক্ষিণ খুলশী আবাসিক সমিতির সভাপতি মোঃ সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মামুন, যুব ও ক্রীড়া সম্পাদক লোকমান হোসেন, দপ্তর সম্পাদক খাজা মাঈনুদ্দিন, ধর্ম সম্পাদক মোঃ রোমান, সড়ক ও নিরাপত্তা সম্পাদক মোঃ আকবর আলী, নির্বাহী সদস্য ফজলুল কবির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।