শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আগামীকাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে নগরের প্রায় সাড়ে ৫ লাখ শিশু

 

সাইফুল ইসলাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় ২০ ফেব্রুয়ারী সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ।

রোববার টিকা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরতে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর ৪১টি ওয়ার্ডে এক হাজার ৩২১টি টিকাদান কেন্দ্র থেকে ৬-১১ মাস বয়সী ৮১ হাজার শিশুকে নীল রঙের এবং ৪ লক্ষ ৫৫ হাজার ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রে সমূহে (ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্র) স্বাস্থ্যবিধি মেনে দুই হাত ভালভাবে জীবাণুমুক্ত করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কেন্দ্রসমূহে সামাজিক নিরাপত্তা বিষয়ক সর্তকতা মেনে চলা হবে।

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করবেন। কার্যক্রমকে সফল করতে জন্মের পরপর শিশুকে শালদুধ (১ ঘন্টার মধ্যে) খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

 

এছাড়া ক্যাম্পেইন চলাকালে যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে তাদের পরবর্তীতে শুধুমাত্র চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় চসিক স্বাস্থ্য বিভাগ পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্র সমূহে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া পথশিশুদের টিকাদান নিশ্চিতে ‘মোবাইল কেন্দ্র’ কাজ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্ত্তী, ডাঃ হাসান মুরাদ চৌধুরী, ডাঃ সুমন তালুকদার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ বুশরা তাবাসসুম, ভ্যাকসিনেশান ইনচার্জ মোঃ আবু ছালেহ, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।

প্রসঙ্গত, গত ১৫-১৯ জুন ২০২২ইং অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে চসিক এলাকায় ৬-১১ মাস বয়সী ৭৮ হাজার ৪৮৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৪৬ হাজার ৪৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যার অর্জীত লক্ষ্য মাত্রা ছিল শতকরা ৯৫ দশমিক ৯৭ শতাংশ ও ৯৬ শতাংশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn