আগামীকাল আউট ট্রাম ঘাটে, গঙ্গাসাগর মেলা ২০২৫ শুভ সূচনা হতে চলেছে : চলছে তোর জোর
আজ ৮ই জানুয়ারী বুধবার, আগামীকাল কলকাতার আউট ট্রাম ঘাটে, গঙ্গাসাগর মেলা ২০২৫ এর শুভ সূচনা হতে চলেছে, এই মেলার শুভ সূচনা করবেন মাননীয়া মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও থাকবেন অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলরগণ।
প্রতিবছরের ন্যায় এই বছরও আউট ট্রাম ঘাট গঙ্গাসাগর মেলা ২০২৫ এর জন্য সেজে উঠেছে, চলছে তোর জোর, প্রশাসনের অফিসারেরা বারবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করছেন, এমনকি ডেকোরেটরের মানুষজন কাজ শেষ করতে ব্যস্ত, মেলায় রয়েছে ফায়ার ব্রিগেডের অফিসারগণ, ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসারেরা, রয়েছেন প্রশাসনিক বিভাগের অধিকর্তারা, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা, রয়েছেন কে এম সি অফিসারগণ ও অন্যান্য ডিপার্টমেন্টের অফিসারগণ।
মেলার মধ্যে পূর্ণাথীদের পরিষেবা দেওয়ার জন্য একে একে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংস্থা ও এনজিও। তাদেরও শুরু হয়ে গেছে তোর জোর এবং পূজা পাঠ ও উদ্বোধন।
এই মেলা চলবে পূর্ণার্থীদের জন্য ৮ই জানুয়ারী থেকে ১৭ই জানুয়ারী পর্যন্ত, মেলার মধ্যে আস্তে শুরু করেছে বহু পুর্নার্থী, এমনকি নাগা সন্ন্যাসী ও সন্ন্যাসীনিরা, সাথে সাথেই বেশ কিছু ভক্ত মেলার মধ্যে আসতে শুরু করেছেন, তাহাদের পরিষেবা দেওয়ার জন্য প্রশাসনের অফিসারেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন মাইকিং এর মধ্য দিয়ে ।
পুন্যার্থীদের বহু গাড়ি ইডেনের উল্টোদিকে জমায়েত হয়েছে এবং যাহারা এসেছেন তাহারা বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন, তারপর রওনা দেবে স্নান এর উদ্দেশ্যে গঙ্গাসাগর।
সব তীর্থ বার বার ,গঙ্গাসাগর একবার, তাই পূর্ণস্নানে মেতে উঠবে এই সকল ভক্তেরা। যেখানে সকলের মিলন তীর্থে পরিণত হবে।