রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আক্তার সরকার রোড় স্পোর্টিং ক্লাবের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আক্তার সরকার রোড় স্পোর্টিং ক্লাবের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে আক্তার সরকার রোড় স্পোর্টিং ক্লাবের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলবেলা আক্তার সরকার রোড় সংলগ্নে উক্ত ক্লাবের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বিশিষ্ট কবি ও সাহিত্যিক আশরাফ আলী মামুনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার মুমিন বাহার চৌধুরী।
উক্ত ক্লাবটির উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের উপ-সচিব আজগর আলী শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট ডা. মুহাম্মদ মাহবুবুর রহমান রাজু, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. আরিফ হোসাইন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আমেরিকান প্রবাসী আবুল কালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা মাঈন উদ্দিন মাসুদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল অফিসার সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শেষে কবি আশরাফ আলী মামুনকে ক্লাবের সভাপতি ও ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম সাকিবকে সেক্রেটারি ঘোষণা দেওয়া হয়।
কমিটির সভাপতি: আশ্রাফ আলী (মামুন)
সহ সভাপতি : বিধন দেবনাথ
সহ সভাপতি : রাসেল হোসেন
সেক্রেটারি : ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম (সাকিব )
জয়েন সেক্রেটারি : রনজিত চন্দ্র দাস
অফিস সম্পাদক : ফরহাদ
প্রচার সম্পাদক : ওমর ফারক
ক্রিড়া সম্পাদক : সুমন চন্দ্র দাস।
পরিশেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়। মামুনকে সভাপতি যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় একশত রোগী এই সেবা গ্রহণ করেন।
এই উদ্যোগের ফলে এলাকার ক্রীড়া ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn