সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আক্কেলপুরে সাবেক মেয়রের ভাইকে কুপিয়ে পায়ের রগ কাটলো প্রতিপক্ষরা

আক্কেলপুরে সাবেক মেয়রের ভাইকে কুপিয়ে পায়ের রগ কাটলো প্রতিপক্ষরা

 

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল-আমিন চৌধুরীকে (৫২) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এতে তার ডান পায়ের হাটুর নিচের মাংসপেশি ও পায়ের রগ কেটে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আক্কেলপুর পৌর শহরের পুরাতন থানার পেছনে টিএমএসএস অফিস এলাকায় ঘটেছে। আল আমিন চৌধুরী আক্কেলপুর চৌধুরী পাড়ার আব্দুস সাত্তার চৌধুরীর ছেলে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আক্কেলপুরে পৌরসভার সাবেক মেয়র শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল-আমিন চৌধুরীকে পূর্ব শত্রæতার জেড় ধরে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার ডান পায়ের হাটু নিচে কোপ দেওয়া হয়েছে। এতে মাংসপেশী ও রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় পাঠানো হয়।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এজন্য পরিবারের সবাই সেখানে রয়েছে। তারা থানায় আসলে মামলা হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn