সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ নেতা জি.এম শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর

আওয়ামী লীগ নেতা জি.এম শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর

 

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম শাহাবুদ্দিন আজমকে মঙ্গলবার রাত ১০টা/৩০ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ আদালত সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তাকে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। সেখানে তাকে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে তাকে গোপালগঞ্জ জেল হাজতে নেয়ার পর কিছু সময় সেখানে রাখা হয়।

এরপর রাত ১০ টা ৩০ মিনিটের দিকে জিএম শাহাবুদ্দিন আজমকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাকে নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাত ১০ টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যায়। গোপালগঞ্জে জেলা কারাগারের জেলার তানিয়া জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশ্যে সকালে জিএম শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে যান। কিন্তু তার পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হত্যাসহ একাধিক মামলার আসামী।পরে তারা বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করে।সেখান থেকে তাকে সরাসরি গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।সেখান থেকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জি,এম শাহাবুদ্দিন আজম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার প্রধান আসামী,এবং ঢাকার যাত্রাবাড়ি হত্যা মামলার আসামী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn