সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ভূমিদস্য মুজিবার শেখ ও তার ছেলে পলাশ শেখ কামিয়াছেন পাহাড় সমান টাকা করেছেন অঢেল সম্পত্তি : ভাইয়ের সাথে সংঘাত। আহত ৩ জন

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ভূমিদস্য মুজিবার শেখ ও তার ছেলে পলাশ শেখ কামিয়াছেন পাহাড় সমান টাকা করেছেন অঢেল সম্পত্তি : ভাইয়ের সাথে সংঘাত। আহত ৩ জন

 

গোপালগঞ্জের কোটালী পাড়ার ১১ নং পিনজুরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কোনের বাড়ির আওয়ামী লীগের সভাপতি মুজিবুর শেখ তার ছোট ভাই শরিফুল শেখের জায়গা জবর দখল করে মাছ করে আসছে। শরিফুল শেখ এলাকার গণ্যমান্য মুরব্বি সহ থানা -কোড কাচারির দ্বারস্থ হয়েও বিচার পাননি। আওয়ামী লীগ সভাপতি মুজিবুর শেখ ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের ১৬ বছরে এলাকায় জবরদখল করে মাছ চাষ করেছেন ১৫ থেকে ১৬ টি
ঘেরে। আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন কোন মাছের ঘেরে সরকারি খাল মাটি দিয়ে আটকিয়ে করেছেন মাছ চাষ।
১৯ মে সোমবার কোটালীপাড়ার পিঞ্জুরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কোনের বাড়ির শরিফুল শেখ তার দুই ভাগ্নে সহ নিজ ঘেরে মাছের পোনা ছাড়তে গেলে আওয়ামীলীগ সভাপতি মুজিবর শেখ সহ তার চার ছেলে পলাশ শেখ,সজিব শেখ গং দেশীয় অস্ত্র -রামদা ও সাফল নিয়ে শরিফুল ও তার দুই ভাগ্নের উপর হামলা করে এবং শরিফুল শেখ কে ঘেরের ভিতর পানিতে ফেলে এলোপাথাড়ি কোপ মারে।শরিফুল ও তার দুই ভাগ্নে মাসুম ও আসলাম শেখের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। ভূমিদস্যু আওয়ামী লীগ সভাপতি মুজিবর শেখ গং এর কবল থেকে শরিফুল, মাসুম ও আসলাম শেখ কে উদ্ধার করে।
তৎক্ষণাৎ ফোন পেয়ে কোটালীপাড়া থানার এসআই ফুলমিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। উদ্ধারকৃত রোগীদের কোটালীপাড়া হাসপাতালে পাঠানো হয়। মাসুম ও আসলাম শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেওশরিফুল শেখের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে মুজিবরের মা খোদেজান বিবির কাছে মুজিবরের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার ছেলে মুজিবর শেখ অত্যান্ত খারাপ লোক।সে ১৫-১৬ বছর যাবত আমাকে ভাত কাপড় দেয় না। অন্য ছেলেরা আমার ভরণপোষণ চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক শরিফুল শেখ এর প্রতিবেশী জানান আওয়ামী লীগের সভাপতি মুজিবর একজন ভূমি দস্যু ও চাঁদাবাজ বটে।
এ ব্যাপারে কোটালিপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন এলাকা এখন শান্ত এ ব্যাপারে আমাদের কাছে কোন পক্ষই অভিযোগ করেন নাই। অভিযোগ করলে আমরা যাচাই-বাছাই করে পদক্ষেপ নিব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn