বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আওয়ামীলীগকে নিষিদ্ধ করায় প্রতিক্রিয়া ভারতের

আওয়ামীলীগকে নিষিদ্ধ করায় প্রতিক্রিয়া ভারতের

 

শেখ হাসিনার আওয়ামীলীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশের ইউনুস সরকার। শুধু তাই নয় আওয়ামীলীগ যাতে কোনওভাবে নির্বাচনে লড়াই না করতে পারে তা নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন দলের রেজিস্ট্রেশন ও বাতিল করেছে। একধাপ এগিয়ে অন্তবর্তী সরকারের এক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, আওয়ামীলীগের নেতৃত্বে সমাজমাধ‍্যমে কোনও পোস্ট করলে তার বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নেওয়া হবে। এমনকি দেশজুড়ে আওয়ামীলীগের কেউ প্রতিবাদ কর্মসূচি পর্যন্ত পালন করতে পারবেন না। ইউনুস সরকারের এহেন অবস্থানের পরই এনিয়ে প্রশ্ন তুলেছে ভারত। মঙ্গলবার (১৩ মে) সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ” বাংলাদেশের গণতান্ত্রিক পরিসর সংকুচিত হচ্ছে। যথাযথ প্রক্রিয়া ছাড়াই আওয়ামীলীগের উপরে নিষেধাজ্ঞা উদ্বেগজনক। গণতান্ত্রিক দেশ হিসেবে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব নিয়ে আমরা উদ্বিগ্ন। আশা করি বাংলাদেশে দ্রুত অবাধ ও সুষ্ঠ নির্বাচন করা হবে। গণতন্ত্র ফিরবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn