শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তারা
আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার
প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

 

সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী শিশু অপহরণ মুক্তিপণ আদায় এবং শিশু হত্যায় গভীর উদ্বেগ এবং আফছার উল্লাহ ফারুক নামের একজন অসহায় দৃষ্টি প্রতিবন্ধীকে ডবলমুরিং থানার ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ প্রচেষ্টা মামলায় আসামি করার প্রতিবাদ জানিয়ে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চারটি মানবাধিকার সংস্থা,সাংবাদিক আইনজীবী ও সমাজকর্মীদের উপস্থিতিতে এক মানববন্ধন আজ বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আক্তার শারমিনের সভাপতিত্বে এবং আই এইচআরসি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আওরঙ্গজেব খান সম্রাটের পরিচালনায় মানববন্ধনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসি বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি করোনা যোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, সাংবাদিক এস এম কামরুল ইসলাম, ড.সাজ্জাদ হোসাইন ও এপিপি এডভোকেট আবু বকর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, জানে আলম রনি, মোঃ জসীমউদ্দীন, মোঃ ইব্রাহিম, মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের মোঃ আব্দুর রউফ,মোঃ নুরজামাল চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেত্রী সাংবাদিক রোজী চৌধুরী, মতিয়ারপুর মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক জাহেদ আলী সরদার, হাজী নওশাদ আলী সরদার, মোঃ রহিম উল্লাহ, সাংবাদিক সমীরন পাল স্বাধীন বর্মন, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব নারীনেত্রী মনি আক্তার, নাজমা আক্তার, ফারজানা আক্তার, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, আমিনুল ইসলাম রিপন, মইনুদ্দিন আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, সরকারের সমাজ সেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চক্ষু বিভাগ, লায়ন্স চক্ষু হাসপাতাল এবং চেন্নাই মেডিকেল রিসার্চ সেন্টার পরীক্ষা নিরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে সনদ থাকার পরেও দৃষ্টি প্রতিবন্ধী আফছার উল্লাহ ফারুকের বিরুদ্ধে তার সৎ মা কোহিনুর আকতার কে ধর্ষণ প্রচেষ্টার মামলা গত আট সেপ্টেম্বর ২০২৪ তারিখে এজাহারভুক্ত করা ডবলমুরিং থানার তৎকালীন ওসি ফজলুল কাদের পাটোয়ারীর অপেশাদারিত্ব, দায়িত্ব জ্ঞানহীনতা এবং মানবাধিকার লংঘনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পুলিশ কমিশনারের নিকট এই মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn