বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

 

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র ২০২৫ সেবাবর্ষের অভিষেক ও বার্ষিক ইফতার মাহফিল চট্টগ্রাম নগরীর সিদ্দকী চেম্বার রুফটপে ২০ মার্চ.২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় । অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইওয়্ইাসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের এডভাইজর ল্য়ান্স ইন্টারন্যাশনালের সেকেন্ড সেঞ্চুরী এ্যাম্বাসেডর ও পিডিজি লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, লায়ন পারভিন মাহমুদ এফসিএ এমজেএফ, কমিউনিকেশন স্পেশালিস্ট সাঈদ মিল্কী, কবি ও সংগঠক শারুদ নিজাম । আইওয়াসিএমের সেক্রেটারী ফারহানা খান যুথীঁর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠান ও ইফতার আয়োজন কমিটির চেয়ারম্যান আইওয়াইসিএম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন । আইওয়াইসিএমের কার্যক্রম তোলে ধরেন আইওয়াইসিএম চট্টগ্রামের প্রধান তত্বাবধায়ক মোঃ মহিন উদ্দিন লিটন । আইওয়াইসিএম চট্টগ্রামের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানকে প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন আইওয়াইসিএমের উপদেষ্ঠা লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ ও লায়ন পারভিন মাহমুদ এফসিএ এমজেএফ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, ট্রেজারার গাজী মুহাম্মদ মাকসুদ, সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন, ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসার তৌসিফ রিজন, পাবলিক রিলেশন ও মিডিয়া অফিসার মহিবুল হাসান রাফি, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক অফিসার এমএসএইচ মুন্না, সহযোগী শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক অফিসার চৈতি বড়ুয়া । কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ লিটন, মোঃ আশিকুর রহমান, মুহাম্মদ আরফাত হোসাইন, হাবিবুর রহমান , মো: রফিকুল ইসলাম, জান্নাতুন নাঈম নিশি।
এছাড়া আরো উপস্তিত ছিলেন আবদুস শুক্কুর ,জাহেদুর আলম সজীব, কাভী তন্ময় দেবনাথ, ওমর ফারুখ, রেজাউল মোস্তফা, মিরাজ হোসেন, সুজন দেবনাথ, মোরশেদা খানম তামান্না, মেহেনা তাবাসসুম তানহা ।
ঈদের পরে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের এর প্রশিক্ষণ ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হইবে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn