মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অ্যাঞ্জেলা থর্ন আর নেই

ব্রিটিশ অভিনেত্রী অ্যাঞ্জেলা থর্ন আর নেই। নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেত্রী অ্যাঞ্জেলার মৃত্যুর খবরটি তাঁর পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
ছেলে রুপার্ট এক বিবৃতিতে জানিয়েছেন, গত ১৬ জুন মৃত্যু হয়েছে অ্যাঞ্জেলার। তিনি দুই ছেলে এবং নাতি-নাতনি রেখে গেছেন। তিনি ব্রিটিশ অভিনেতা রুপার্ট এবং লরেন্স পেনরি জোনসের মা। তাঁর স্বামী অভিনেতা পেনরি জোনস। ‘টু দ্য ম্যানোর বর্ন’ ছবিতে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর বলছে, ১৯৭৯ সালে মাইকেল এলফিকের বিপরীতে বিবিসি কমেডি থ্রি আপ, টু ডাউনে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী। তিনি গিল্ডহল স্কুল অব মিউজিক অ্যান্ড ড্রামায় স্কলারশিপ নিয়ে প্রশিক্ষণ নেন এবং পরে রেপার্টরি মৌসুমে অভিনয় করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn