সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

অস্বচ্ছল আহত ও অসমর্থক ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের মাঝে অনুদানের চেক প্রদান

জেলা প্রশাসক কার্যালয় ২৫ জুন রবিবার জেলা ক্রীড়া কর্মকর্তার সহযোগিতায় দিনাজপুর জেলার অস্বচ্ছল আহত ও অসমর্থক ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের মাঝে অনুদানের চেক প্রদান করলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।
জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান তুষার জানান, মোট ২৬ জন অস্বচ্ছল, আহত, অসমর্থক, ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদেরকে প্রতি মাসে ২ হাজার করে প্রতি জন খেলোয়ারের মাঝে ২৪ হাজার টাকার চেক প্রদান করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী বলেন, সাবেক খেলোয়াররা একসময় খেলার জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির সুনাম অর্জন করে এনেছেন। তাদের মূল্যায়ন হওয়া উচিত। বর্তমান ক্রীড়াবান্ধব সরকার ক্রীড়াবিদদের বা ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn