শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অস্ত্র হাতে প্রকাশ্যে মিছিলে আ.লীগের এমপি মোস্তাফিজুর রহমান

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। চট্টগ্রামের বাশখালীতেও মিছিল করেছে উপজেলা। আওয়ামী লীগ। হাতে রিভলবার নিয়ে সেই মিছিলে অংশ নেন চট্টগ্রাম-১৬ আসনের (বাশখালী) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাঁশখালী থানা ও উপজেলা পরিষদ চত্বর ঘুরে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ হয়। মিছিলে নেতৃত্ব দেন এমপি মোস্তাফিজুর রহমান। তিনি রিভলবার হাতে মিছিলের সামনেই ছিলেন।

 

এই মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, পৌর মেয়র তোফায়েল বিন হোসাইন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহদাত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন প্রমুখ।

এমপি মোস্তাফিজুরের ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও পোষ্ট করা হয়েছে। ৩ মিনিট ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে এমপি মোস্তাফিজুর রহমানকে রিভলবার হাতে মিছিলের সামনে হাঁটতে দেখা যায়। একপর্যায়ে তাকে রিভলবারটি নাড়াচাড়া করতে দেখা যায়।

প্রকাশ্যে রিভলবার নিয়ে মিছিল করার বিষয়ে জানতে গতকাল রাতে এমপি মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি। এ জন্য তাঁর বক্তব্য পাওয়া যায় নি।

ভিডিওতে মিছিলে হাঁটতে দেখা যায় চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হককেও। রিভলবার হাতে এমপির মিছিল করার বিষয়ে তিনি বলেন, রিভলবার হাতে নিয়ে এমপি সাহের কেন মিছিল করেছেন, সেটি ওনাকে জিজ্ঞেস করেন।

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn