শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়ায় শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরও উন্নয়ন করা হয়- তথ্য ও সম্প্রচার মন্তী

অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়ায় শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরও উন্নয়ন করা হয়- তথ্য ও সম্প্রচার মন্তী

গত ১৫ বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ইসলামের খেদমত করার চেষ্টা করেছি। হিন্দু বা বৌদ্ধ সম্প্রদায় কেউ বলতে পারবে না আমি তাদের ফেরত দিয়েছি। কারা কোন সম্প্রদায়ের তা নিয়ে এখানের মানুষের মাথা ব্যাথা নেই। কারণ এখানের মানুষ সাম্প্রদায়িক নয়। সুতরাং অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়ায় শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরও উন্নয়ন করা হয়।

গতকাল ৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙ্গুনিয়া (বোয়ালখালী আংশিক) এলাকার মাদ্রাসা ও ইসলামী গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদার’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম প্রমুখ বক্তৃতা করেন।এসময় অসংখ্য আলেম- ওলামা এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের সরকার সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছে। রাঙ্গুনিয়াতেও মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এমন সুন্দর জায়গায় তৈরি হচ্ছে আপনাদেরও ভাল লাগবে। আজকে বাংলাদেশে প্রায় ১লক্ষ মসজিদ ভিত্তিক মক্তব তৈরি হচ্ছে। প্রতিটি মক্তবের আলেম ৫২শ টাকা করে এবং আর আল মারকাজুল এবতেদীয়া মাদ্রাসার হুজুরেরা ১২হাজার ৫০০টাকা করে ভাতা পাচ্ছে। এগুলো আগে কখনো ছিলনা কিন্তু বর্তমান সরকারের সময়ে এ সুযোগ সুবিধা গুলো পাচ্ছে।

তিনি আরো বলেন, আপনারা জানেন যে কওমি মাদ্রাসার স্বীকৃতির দেয়ার কথা বিএনপি আমলে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটার স্বীকৃতি দিয়েছে এবং কওমি মাদ্রাসার ছাত্ররা সরকারি চাকরিও পাচ্ছে। তাছাড়া শতবর্ষের পুরোনো দাবি ইসলামী আরবী বিশ^বিদ্যালয় হয়নি কিন্তু বর্তমান সরকার এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

পরে তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ঐচ্ছিক তহবিল হতে অর্থ বিতরণ করেন।

এসময় তিনি বলেন, আমি প্রতি বছর আমাদের যে ঐচ্ছিক তহবিল আছে সেটা থেকে মানুষের মাঝে অর্থ দান করি এর বাইরেও আমার নিজস্ব তহবিল থেকে দান করে থাকি। রাঙ্গুনিয়ায় ৫০টা পাকা ঘর আমি ব্যক্তিগত উদ্যোগে করে দিয়েছি। কয়েকদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে ২৫ লক্ষ টাকা দিয়েছি। এবং আজকে ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে। এভাবে সরকারের পক্ষ থেকে যে সাহায্যগুলো করা হয় এর বাইরেও আমি সারা বছর ব্যক্তিগত পক্ষ থেকে মানুষকে সাহায্য করে থাকি। এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি যাতে আগামীতেও সরকারের প্রতিনিধি হিসেবে মানুষের সাহায্য করতে পারি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn