শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

আজ বৃহস্পতিবার বেলা ৪ টায় ভূজপুরের এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনের অসহায় পরিবারের পক্ষে রাশেদা আকতার (১৮) অভিযোগপত্র পাঠ করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে, তিনি বলেন, তাদের পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে পার্শ¦বর্তী জনৈক মোঃ শফি (৩৫) এর নেতৃত্বে ৭/৮ জন লোক তাদের বসত ঘরের চতুরদিকে পাকা দেওয়াল নির্মাণ করে তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। ফলে অসহায় পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছে না এবং শতাধিক বছরের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে ভূজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানান। ইহাতেও কোন ফল না হওয়ায় অসহায় পরিবারের পক্ষে এই সংবাদ সম্মেলন করেছে বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn