
অসহায় দুঃস্থ লোকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ও সূর্যগিরি আশ্রমের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলে এলাকার অসহায় দুঃস্থ লোকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শাখার সভাপতি বাবু টিটু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য জনাব শাহেদ আলী চৌধুরী, আশরাফুজ্জামান আাশরাফ, মোহাম্মদ মাহবুবুল আলম, ফটিকছড়ি ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী সর্বজনাব মাস্টার কবির আহম্মদ, মাস্টার মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন, সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য। বক্তারা বলেন, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম)’র মানবতার কল্যাণের ডাকে সাড়া দিয়ে সূর্যগিরি আশ্রম প্রতিবছর মানবসেবা কার্যক্রমের আওতায় তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। মানবতার সেবায় নিয়োজিত থেকে অসাম্প্রদায়িক চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে মওলা হুজুরের মিশনকে বিশ্ববাসীর নিকট প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে ১০০ পরিবারকে ঈদের কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানের দিকনির্দেশনা প্রদান করেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান দাশ।