রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অর্থী ফাউণ্ডেশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অর্থী ফাউণ্ডেশনের ফ্রি
মেডিক্যাল ক্যাম্প

স্বেচ্ছাসেবী সংগঠন অর্থী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গত ২ এপ্রিল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসের হাট বাজারস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়। জগন্নাথ মন্দিরের উৎসব উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫শ’ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জগন্নাথ মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি ভোলানাথ মাস্টার। অর্থী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. শিশির রঞ্জন দাশের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন (নাছির), জগন্নাথ মন্দির উৎসব কমিটির সভাপতি বাবুল সাহা, চিন্ময় দাশ প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে শিশু রোগ, মেডিসিন বিভাগ, ডায়াবেটিস, বাত, গাইনিসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা প্রদান করেন প্রফেসর ডা. শিশির রনজন দাশ, ডা. কার্তিক দাশ, ডা. তাপস দাশ, ডা. দীপ্ত দাশ তীর্থ, ডা. সুষ্মীত দাশ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, অর্থী ফাউণ্ডেশনের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn