রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

অযোধ‍্যার রামমন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি ! খলিস্তানি জঙ্গি পান্নুনের

অযোধ‍্যার রামমন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি ! খলিস্তানি জঙ্গি পান্নুনের

 

ভারতের এয়ার ইন্ডিয়ার বিমানের হামলার হুমকির পর এবার খলিস্তানিদের নিশানায় অযোধ‍্যার রাম মন্দির। হিন্দুদের আস্থার এই মন্দির বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুশিয়ারি দিল খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে, ১৬ থেকে ১৭ নভেম্বরের মধ‍্যে, হামলা চালানো হবে অযোধ্যার রাম মন্দিরে। জানা যায়, এই ভিডিও শুট করা হয়েছে কানাডার ব্রাম্পটনে। যেখানে কিছুদিন আগেই হামলা চালিয়ে ছিল খলিস্তানি সমর্থকরা। ওই ভিডিও বার্তায় পান্নুনের তরফে হুশিয়ারি দেওয়া হয়েছে, হিন্দুত্ববাদী বিচার ধারার ভিত হল অযোধ্যা। সেখানকার মাটি আমরা কাঁপিয়ে দেব। এই ভিডিও বার্তায় দেশের একাধিক হিন্দু মন্দিরের ছবি তুলে ধরা হয়েছে। তার মধ‍্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করছেন এমন ছবি। রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্রআর্যকেও হুমকি দিতে দেখা গিয়েছে পান্নুনকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn