রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

অমৃতসরের স্বর্ণমন্দিরে চলল গুলি!

অমৃতসরের স্বর্ণমন্দিরে চলল গুলি!

 

সাতসকালে ভারতের পাঞ্জাব রাজ‍্যের অমৃতসরের স্বর্ণমন্দিরে চলল গুলি। শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ‍্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে গুলি চালায় এক দুস্কৃতী। বুধবার (৪ ডিসেম্বর ) সকালে স্বর্ণমন্দিরের ঢোকার মুখে এই হামলা চালায় সে। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা জনতার হাতে ধরাও পড়ে যায়। সুখবীর নিরাপদেই রয়েছেন বলে জানা গেছে। ধর্মীয় শাস্তির কারণে স্বর্ণমন্দিরের বাইরে পাহারা দেওয়ার কাজ করছিলেন সুখবীর। আচমকাই সেখানে হাজির হয় দুস্কৃতী। চালায় হামলা। যদিও মন্দির কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করেছে। কাছাকাছি ছিলেন অকালি দলের নেতারাও। তাঁদের তৎপরতায় দ্রুত ধরে ফেলা সম্ভব হয় আততায়ীকে। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, হামলাকারীর নাম নারায়ণ সিং চৌরা। সে বাব্বর খালসা ইন্টারন‍্যাশনালের প্রাক্তন জঙ্গি। ১৯৮৪ সালে সে পাকিস্তানে চলে গিয়েছিল। তারপর সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিত পাঞ্জাবে। বুরালি জেল ভাঙা মামলার অভিযুক্ত নারায়ণ ইতিমধ্যেই পাঞ্জাবে জেল ও খেটেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn