সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

অভিনেত্রী আরলিন সরকিন মারা গেছেন

না ফেরার দেশে চলে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব আরলিন সরকিন। ডিসি কমিকসের অ্যানিমেশন ইউনিভার্সে হার্লে কুইনের চরিত্রে কণ্ঠ দেয়ার জন্য জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ডিসি কমিকসের সহ-প্রধান জেমস গান সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে অভিনেত্রী আরলিন সরকিনের মৃত্যুর খবর জানিয়েছে।

তিনি সোশ্যালে লিখেছেন, রেস্ট ইন পিস আরলিন সরকিন। হার্লে কুইনের চরিত্রে প্রতিভাবান কণ্ঠ, যিনি আমাদের অনেকের পছন্দের এই চরিত্রটি তৈরি করতে সহায়তা করেছিলেন। তার পরিবার ও বন্ধুদের প্রতি ভালোবাসা।

গত ২৪ আগস্ট মারা গেছেন এ মার্কিন অভিনেত্রী। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

১৯৮২ সালে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আরলিন সরকিন। ‘স্যাটারডে নাইট লাইভ’-এ প্রথম দেখা গিয়েছিল তাকে। ১৯৮৭ সালে সিচুয়েশন কমেডি ‘ডুয়েট’-এ জেনেভা চরিত্রে অভিনয় করেছিলেন।

পরবর্তীতে ‘ওপেন হাউজ’ (১৯৮৯), ‘ড্রিম অন’ (১৯৯০), ‘পেরি ম্যাসন : দ্য কেস অব দ্য কিলার কিস’-এ দেখা গিয়েছিল তাকে।

এছাড়া ১৯৯২ সালে ‘ব্যাটম্যান : দ্য অ্যানিমেটেড সিরিজ’-এ হার্লে কুইনের চরিত্রে কণ্ঠ দেয়ার মাধ্যমে নতুনভাবে পথ চলা শুরু করেন আরলিন সরকিন। এ চরিত্রের জন্যই পরিচিত ছিলেন এ অভিনেত্রী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn