রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে আক্রান্ত , তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও তার ছেলে

অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে আক্রান্ত , তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও তার ছেলে

 

আজ ২৩শে ফেব্রুয়ারী রবিবার, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পৌরসভার অন্তর্গত, তমলুক এলাকায় অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কাউন্সিলর ও তার ছেলে,

জানা যায় তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় ১৭ নম্বর ওয়ার্ডের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করছিল জনৈক মহাদেব মন্ডল নামে এক ব্যক্তি। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের নির্দেশ মেনে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলোক সাঁতরা সহ তার ছেলে এলাকায় গেলে ওই ব্যক্তির দ্বারা বাধা প্রাপ্ত হন, ঐ অভিযুক্ত ব্যক্তির দ্বারা আক্রান্ত হন কাউন্সিলর ও তার ছেলে। বেদম প্রহার করা হয়, ওই দুজনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

পরবর্তীতে সমগ্র ঘটনা জানিয়ে লিখিতভাবে অভিযোগ জানাই তমলুক থানায়, পুলিশ কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।, অপরদিকে সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে জেলা সদরে রাজনৈতিক তর্জা। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, চেঁচামেচি শুনে এলাকায় বহু মানুষ জমায়েত হন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সবাই হতবাক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn