বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

অপারেশন সিঁদুর নিয়ে বেফাঁস মন্তব্যের জের, দলীয় নেতাদের মুখে কুলুপ আটঁতে উদ‍্যোগী মোদি 

অপারেশন সিঁদুর নিয়ে বেফাঁস মন্তব্যের জের, দলীয় নেতাদের মুখে কুলুপ আটঁতে উদ‍্যোগী মোদি

 

অপারেশন সিঁদুরের পর বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির একাধিক নেতা। কিন্তু এখন থেকে যেকোন ও জায়গাতে বেফাঁস যেকোনও মন্তব্য আর করা যাবে না। রবিবার (২৫ মে) এনডিএ শাসিত রাজ‍্যগুলির মুখ‍্যমন্ত্রী ও উপমুখ‍্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর এই নিয়ে আলপটকা মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন বিজেপির একাধিক নেতা। শনিবার (২৪ মে) বিজেপির রাজ‍্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্য করেন,.” পহেলগাঁওয়ে মহিলা পর্যটকদের লড়াই করা উচিত ছিল। আমার বিশ্বাস তাঁরা যদি জঙ্গিদের সঙ্গে লড়াই করতেন, তবে হতাহতের সংখ্যা কম হত।’ তাঁর এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। এর কিছুদিন আগে ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে ” সন্ত্রাসবাদীদের বোন” বলে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপিশাসিত মধ‍্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ! ঘটনার পর প্রকাশ‍্যে ক্ষমাও চেয়ে নিতে হয় তাঁকে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মধ‍্যপ্রদেশ পুলিশ। এমন পরিস্থিতিতে এবার দলের নেতাদের মুখে লাগাম টানার দায়িত্ব নিজের কাধেই তুলে নিয়েছেন মোদি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn