বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

অপরাজিতা আঢ্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্যের উপস্থিতিতে, মিউজিক লঞ্চ করলো “আগলে রেখো মা”

অপরাজিতা আঢ্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্যের উপস্থিতিতে, মিউজিক লঞ্চ করলো “আগলে রেখো মা”

 

আজ ২রা জুন সোমবার,, ঠিক দুপুর দুটোই, সার্দান এ্যভুনিউ ও হেমন্ত মুখার্জী স্মরণীর সংযোগস্থলে, “দি ডাগ আউট “‌এ ডিরেক্টর ও ক্রিয়েটিভ হেড প্রিয়াঙ্কা ভট্টাচার্য্যর এই প্রথম মিউজিক অ্যালবাম, “আগলে রেখো মা” লঞ্চ করলো, উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও মেয়ে প্রিয়াঙ্কা ভট্টাচার্যের ।

এছাড়াও উপস্থিত ছিলেন এবং এই মিউজিকে যাহারা সুর দিয়েছেন ও গানটি গেয়েছেন, সংগীতশিল্পী সুচিস্মিতা চক্রবর্তী, মিউজিক ঈশান চক্রবর্তী, প্রডিউস করেছেন সুরেন্দ্রনাথ দত্ত, এছাড়াও ছিলেন সোমরাজ দাস, সকলের সহযোগিতায় কি সুন্দর মিউজিক মানুষকে উপহার দিল, ইটস মাজা মিউজিক বাংলার সহযোগিতায়। আজকের থেকে মিউজিক বাংলায় গানটি শোনা যাবে বলে জানা যায়।

এই গানটিতে অভিনয় করেছেন মা ও মেয়ে অপরাজিতা আঢ্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রথম এই মিউজিক অ্যালবামে। সুন্দর ঘটনাকে কেন্দ্র করে এবং তাহার সাথে সুরের মেলবন্ধন ঘটিয়ে, সঙ্গীত শিল্পী সুন্দরভাবে গানটি পরিবেশন করেছেন, যাহা সংগীত প্রেমীদের মুগ্ধ করবে, এবং দর্শক ও সঙ্গীত প্রেমীদের উপনির্ভর করবে আগামী দিনে আরো ভালো কিছু উপহার দেওয়ার গানের মধ্য দিয়ে। একটি ঘটনাকে নিয়েই এই গানের সৃষ্টি ও অভিনয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn