সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

অন্যায়ভাবে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমকে গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগের বিবৃতি

⁨অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার কর্তৃক অন্যায়ভাবে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমকে গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগের বিবৃতি

 

বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছে যে, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মধ্যযুগীয় কায়দায় নারকীয় অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। শাহাবুদ্দিন আজম অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ভুগতেছিলেন। তিনি নিয়মিত বিরতিতে ভারতের চেন্নাই হাসপাতালের ডাক্তারের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। এই অবৈধ দখলদার সরকার অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের পর সারা দেশে অভিনব কায়দায় এক ফ্যাসিস্ট তন্ত্র কায়েম করে। ফলে অবৈধ দখলদার ইউনূস গংরা গণতন্ত্রকামী মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন ও নিপীড়ন চালায়। যে কারণে শাহাবুদ্দিন আজম সময়মতো ভারতে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারেননি। অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছালে তিনি চিকিৎসা গ্রহণে ভারত যেতে উদ্যোগ নেন। অথচ ফ্যাসিস্ট ইউনূস গং চরমভাবে অসুস্থ মানুষটিকে ভারত যেতে না দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় অন্যায়ভাবে আটক করে। উল্লেখ্য, শাহাবুদ্দিন আজমএই অবৈধ দখলদার দেশবিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে চরম সোচ্চার ছিলেন। যে কারণে এই অবৈধ দখলদার সরকার রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এ ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতারকৃত ও বিনা বিচারে আটককৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ আওয়ামী লীগ।⁩

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn