সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

অন্ধ্রপ্রদেশে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, মুখ‍্যমন্ত্রীর আর্থিক সহায়তা ঘোষণা 

অন্ধ্রপ্রদেশে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, মুখ‍্যমন্ত্রীর আর্থিক সহায়তা ঘোষণা

 

২৪ নভেম্বর বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশে। রাজ‍্যের অনন্তপুর জেলায় সংগঠিত এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। প্রত‍্যক্ষদর্শীরা জানান, ১৩ জন শ্রমিক অটোতে চেপে আসছিলেন। তাঁরা থিম্মাপেটার কাছে কলাবাগানে কাজ করছিলেন। আচমকাই গার্লাডিনের তালাগাসি পল্লী মোড়ের কাছে সেই অটোর সঙ্গে ভয়ংকর সংঘর্ষ হয় অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহতদের  দ্রুত হাসপাতালে নিয়ে ‍যাওয় হয়েছে। ওই শ্রমিকদের সকলেই পুটলুর মন্ডলের এল্লুটলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেন মুখ‍্যমন্থী চন্দ্রবাবু নাইডু। সেই সঙ্গে তিনি জেলাপ্রশাসককে নির্দেশ দিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার জন্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn