
অন্ধ্রপ্রদেশে গাড়ির মধ্যে খেলতে গিয়ে দমবন্ধ হয়ে ৪ শিশুর মৃত্যু
ভারতের অন্ধ্রপ্রদেশে গাড়ির মধ্যে খেলতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। রবিবার (১৮ মে) বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতে অন্ধ্রপ্রদেশের দ্বারপুডি গ্রামে। গ্রামের একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল ওই ৪ শিশুর পরিবার। স্থানীয়রা জানিয়েছেন, খেলতে খেলতে তারা দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে উঠে পড়ে। সেই সময় গাড়ির দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যায়। সেখানেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের। পুলিশ জানিয়েছে, মৃতরা হল, উদয়, চারুমতি, করিশমা এবং মানাসভি। প্রত্যেকের বয়স ৭ থেকে ৮ বছরের মধ্যে। এলাকার মহিলা কাউন্সিলারের অফিসের সামনে খেলা করছিল গাড়িতে উঠে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন। ৪ জন শিশুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী কোন্ডাপল্লি শ্রীনিবাস। তিনি বলেন, এটা খুবই মর্মান্তিক ঘটনা। ওই ৪ শিশু গ্রামের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। সেখানেই এমন ঘটনা ঘটেছে। তিনি জানান, মৃতদের মধ্যে ৩ জন বালিকা ও ১ জন বালক রয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়ির লক খারাপ থাকতেই সেটির দরজা আর খোলা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও ঘটনার তদন্ত চলছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আসল কারণ জানা সম্ভব হবে।