সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

অন্তর আত্নাকে পরিশুদ্ধ করে স্রষ্টার আরাধনার পাশাপাশি সৃষ্টির সেবায় অনুপ্রাণিত করাই আওলিয়াগনের আদর্শ – শাহসূফী শহীদুল্লাহ্ ফারুকী

অন্তর আত্নাকে পরিশুদ্ধ করে স্রষ্টার আরাধনার পাশাপাশি
সৃষ্টির সেবায় অনুপ্রাণিত করাই আওলিয়াগনের আদর্শ
– শাহসূফী শহীদুল্লাহ্ ফারুকী

“নবী-রাসূলের পর সারা বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সুমহান দ্বায়িত্ব পালন করেন আওলিয়াকেরামগন। যুগে যুগে আওলিয়াকেরামগণ সাধারণ মানুষকে নফস্ দমন করে আল্লাহর নৈকট্য হাসিলে অনুপ্রাণিত করেন। অন্তর আত্নাকে পরিশুদ্ধ করে স্রষ্টার আরাধনার পাশাপাশি সৃষ্টির সেবায় অনুপ্রাণিত করায় আওলিয়াগণের আদর্শ। আওলিয়াগণের মহান এই আদর্শ সমাজে বাস্তবায়িত হলে, সমাজ হবে শান্ত ও শৃঙ্খল।” ৭ই মাঘ, ২১ জানুয়ারি বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের প্রাণপুরুষ শায়খুল হাদীস হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১৩৩তম ওরশ শরীফে চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.) ওরশ শরীফে আগত ভক্ত আশেকানের উদ্দেশ্য কথাগুলো বলেন। প্রতিবছরের ন্যায় চরণদ্বীপ দরবার শরীফের এইবারের ওরশে দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
খতমে কুরআন, খতমে গাউসিয়া, মিলাদ, কিয়াম, জিকির আজকার ও দু’আ মুনাজাতের মাধ্যমে ২২ জানুয়ারি বাদে ফজর ওরশ শরীফ সমাপ্ত হয়। গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় ওরশ শরীফের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েব-এ মুন্তাজেম হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn