শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক

ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ছয় নারী ও ১৫ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে শহরের এসি মার্কেটের পেছনে রায়হান টাওয়ারের নীচ তলা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মাদারীপুর জেলার খাকছড়া গ্রামের মৃত আলম মাতাব্বরের ছেলে আলী মাতাব্বর (৩৫), বাগেরহাট জেলার আড়ুবুন্নি গ্রামের মুজিবুর শেখের ছেলে সেকান্দর মোহাম্মদ (৪০), সোনাগাজী উপজেলার সুলতানপুর গ্রামের করিম উল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন, একই উপজেলার হাজিপুর গ্রামের আবু আহম্মদের ছেলে মো. হানিফ (৩৭), ফেনী সদর উপজেলার ছনুয়া টঙ্গীপাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে অমিত হাসান (২৩), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ রাজাপুরের শাহ আলমের ছেলে আবুল কালাম (২৬), একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের অজিউল্লাহর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), লক্ষ্মীপুর জেলার কমলনগর চর লরেঞ্জের রুহুল আমিনের ছেলে মো. সুমন (৪০), ছাগলনাইয়া রাধানগর কাশেমপুর খামারবাড়ির শাহজাহানের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (২১), একই উপজেলার পূর্ব মধুগ্রামের আবদুল হাকিমের ছেলে মনসুর আলম (২১), কিশোরগঞ্জ জেলার রানীগঞ্জের আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী (৩০), ফেনী দাগনভূঞা উপজেলার চন্দ্রপুর লোকমান মিয়ার মোস্তাফিজুর রহমান (২২), ফেনী সদরের লেমুয়া ভাঙ্গা তাকিয়ার মো. সেলিমের ছেলে মো. সিহাবুল ইসলাম (২১), একই ইউনিয়নের টঙ্গিরপাড় কবির আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত (২২) ও বাবুল উদ্দিনের ছেলে ইয়াসিন হোসেন হৃদয় (১৯)।
গ্রেপ্তার নারীরা হলেন ঢাকা সায়দাবাদ এলাকার মৃত নাসির উদ্দিনের মেয়ে সোনালী (২৮), বান্দরবান জেলার হলুদিয়ার মৃত খবির আহমদের মেয়ে সুফাইরা বেগম (২৮), নোয়াখালী সুবর্ণচর কাজীর টেক এলাকার মো. আলাউদ্দিনের মেয়ে শিলা বেগম (২০), মিরসরাই পূর্ব পোল মুগরার নুরুল আনোয়ারের মেয়ে জান্নাতুল রায়হান নদী (২৩), চট্টগ্রাম রাউজানের মৃত পিয়ালের মেয়ে আসমা আক্তার ও কর্ণফুলী এলাকার মুজিবুলের মেয়ে শারমিন আক্তার (২০)।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn