
অনলাইন ব্যবসা নারীদের জন্য খুবই উপযোগী। নারীরা ঘরে বসে স্বামী সংসার সামলিয়ে এই ব্যবসায় পরিচালনা করেত পারে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এসএমই ফাউন্ডেশান ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এর সহযোগিতায় ৩দিন ব্যাপী অনলাইন বিজনেস অপারেশন এন্ড ফ্যাইন্যান্সিয়াল লিটারেসি শীর্ষক কোর্সের সমাপনি ও সনদ বিতরণী অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন আমাদের সদস্যদের আরো প্রশিক্ষণ জরুরী। তিনি এসএমই ফাউন্ডশানকে এর ধরনের আরো প্রশিক্ষনের আয়োজন করার জন্য অনুরোধ জানান। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এর ক্যাশ ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস ব্যাংকিং প্রোডাক্টস এর হেড মিসেল আবু ইমাম, যুব উন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহান উদ্দিন, এসএমই ফাউন্ডেশানের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমান এবং কোর্সের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাজনিন আক্তার। ৩দিন ব্যাপী পরিচালিত কোর্সে মোট ৩৫জন অনলাইন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করেন।